চীনা দূতাবাস আয়োজিত ‘চীন-বাংলাদেশ ফাইট কোভিড-১৯’ শীর্ষক পোস্টার ডিজাইন প্রতিযোগিতার পুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন চীনা দূতাবাসের সংস্কৃতি কাউন্সেলর মিসেস সুন ইয়ান, বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চীন মিডিয়া গ্রুপের বাংলাদেশ ভাষা বিভাগের পরিচালক ইউ গুয়াংয়ে। চীনা রাষ্ট্রদূত লি বিজয়ীদের ডিজাইনগুলো দেখেন ও তাদের হাতে পুরষ্কার তুলে দেন।
চীনা দূতাবাসের আয়োজনে এ পোস্টার ডিজাইন প্রতিযোগিতার অনলাইন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ১১ আগস্ট। করোনা মোকাবিলায় চীন-বাংলাদেশ একসঙ্গে লড়াই করছে- এমন মূলভাবের উপর শিল্পকর্মগুলো ডিজাইন করেছেন প্রতিযোগীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞদের একটি প্যানেল দ্বারা মূল্যায়ন ও বিজয়ী নির্বাচন করা হয়েছে। প্রতিযোগিতায় অপেশাদার গ্রুপে বাংলাদেশের ১৪ বছর বয়সী মিসা জাইনা আলম পিয়া প্রথম পুরস্কার এবং চীনের হুনান প্রদেশের কলেজ ছাত্রী মিসেস টান কেনান প্রথম পুরস্কার জিতেছেন পেশাদার গ্রুপে।
গত ২১শে এপ্রিল পোস্টার প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে চীন বাংলাদেশ, ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে ১০৫০ টিরও বেশি শিল্পকর্মী এবং পেশাদার ডিজাইনারদের কাজ গৃহীত হয়।