আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের জার্সি গায়ে তিনি সর্বশেষ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে গতবছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপে। এরপর থেকে আকাশি-নীল জার্সিতে আর দেখা যায়নি।
গত শনিবার রাতে সামাজিক যোগাযোগেরমাধ্যম ইনস্টাগ্রামে তিনি অবসরের ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, ‘আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ রাত ৭টা ২৯ মিনিট থেকে (স্থানীয় সময়) অবসর প্রাপ্ত হিসেবে গণ্য করবেন।’
তার বিদায়ে আবেগে আপ্লূত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অবসর গ্রহণের পাঁচ দিন পরে ধোনিকে আবেগে ভরা চিঠি লেখেন মোদি। আপ্লুত ধোনিও টুইট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
মোদির পাঠানো দুই পাতার সেই চিঠিও পোস্ট করেন ধোনি। দীর্ঘ চিঠির একটি অংশে প্রধানমন্ত্রী ধোনির উদ্দেশে লিখেছেন, ‘শুধুমাত্র ক্যারিয়ারের সংখ্যাতত্ত্ব আর ম্যাচ জেতার হিসেব দিয়ে এমএস ধোনির নাম মনে রাখা হবে না। নিছক ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলেও আপনার প্রতি সুবিচার করা হয় না। আপনার অবদানকে এক বিশেষ ফেনোমেনন হিসেবে দেখাটাই ঠিক হবে।’
২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া ধোনি এখন পর্যন্ত খেলেছেন ৩৫০টি ম্যাচ। যেখানে ৫০.৫৭ গড়ে করেছেন ১০ হাজার ৭৭৩ রান। রয়েছে ১০টি শতকের সঙ্গে ৭৩টি অর্ধশতক। টেস্টে ৯০ ম্যাচে ৩৮.০৯ গড়ে ৬টি শতক আর ৩৩টি অর্ধশতক মিলে করেছেন ৪ হাজার ৮৭৬ রান। টি-টোয়েন্টিতে ৯৮ ম্যাচে ৩৭.৬০ গড়ে করেছেন ১ হাজার ৬১৭ রান। রয়েছে ২টি অর্ধশতক।